শেখ মিলন, পূর্ব বর্ধমান :- দুর্ঘটনার কবলে পড়ে আহত হলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান কুসুমগ্রাম রোডে বর্ধমানে দলীয় মিটিংয়ে যাওয়ার পথে অন্য একটি ম্যাটাডোর গাড়ি কে বাঁচাতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িটি উলটে যায়। এই দুর্ঘটনার ফলে জখম হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা। সভাপতির গাড়ির সামনে পড়ে যাওয়া এক বাইক চালকও আহত হয়। স্থানীয় মানুষজন এর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে প্রতিমা দেবী সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।