মতুয়া মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মতুয়াদের লড়াইয়ের আহব্বান জানালেন মমতা ঠাকুর।

নিউস ডেস্ক, রাজ্য :- বনগাঁ মহাকুমা মতুয়া ধর্ম সম্মেলন এর মঞ্চ থেকে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর। রবিবার বনগাঁতে মতুয়াদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার পরে খেলাঘর ময়দানে মতুয়া ধর্ম মহাসম্মেলন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেয় মমতা ঠাকুর। তিনি বলেন আমরা এই দেশের নাগরিক আমাদের আবার কেন নাগরিকত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য মতুয়াদের কে আহব্বান জানান তিনি।