নরেশ ভকত, বাঁকুড়াঃ পৌষের মকর সংক্রান্তিতে টুসু পরবে মাতল রাঢ়বাংলা।মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান জেলায় এই উৎসবের আয়োজন বেশি দেখ যায়। টুসু উৎসবের মূল আকর্ষণ পৌষ সংক্রান্তির আগের শেষ ৪ দিন। এই দিনগুলি চাঁউড়ি, বাউড়ি, মকর এবং আখান নামে পরিচিত। চাঁউড়ির দিনটিতে বাড়ির মেয়েরা উঠোন গোবর এবং মাটি দিয়ে নিকিয়ে সেখানে চালের গুড়ি তৈরি করে থাকেন। বাউড়ির দিন ওই চালের গুড়ি দিয়ে ত্রিকোণাকৃতি এবং অর্ধচন্দ্রাকৃতি পিঠে তৈরি করা হয়। বাউড়ির রাতে গ্রামের কুমারী মেয়েরা ছাড়াও গৃহবধূরা টুসু গানে অংশ নেয়। পরের দিন মকর। মকর অর্থাৎ পৌষ সংক্রান্তির ভোরে মেয়েরা শোলা বাঁশের কঞ্চি এবং কাগজ দিয়ে তৈরি চৌদল বা ভেলায় ওই টুসু দেবীকে বসিয়ে গান গাইতে গাইতে স্থানীয় পুকুর বা নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দেয়।