নিউস ডেস্ক, রাজ্য : – করোনা ভ্যাকসিনের শুভ সূচনা হলো বড়ঞা ব্লকে। এদিন বড়ঞা ব্লকের পাঁচথুপি হাসপাতালে ফিতে কেটে এই উদ্যোগের সূচনা করেন বড়ঞা হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। প্রায় ২০০ জন স্বাস্থ্য কর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য বড়ঞা ব্লক স্বাস্থ্য আধিকারিক চয়ন হীরা, বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সহ ব্লকের অধীনস্থ সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা।