ভোটের মুখে বিজেপির মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা চাঁচলে, কটাক্ষ তৃণমূল সংখ‍্যালঘু সেলের

ব‍্যুরো রিপোর্ট, মালদা : – নতুন বছরের আগমনে রাজ‍্যে মুসলিম ভোট ব‍্যাঙ্ক আঁকড়ে ধরে রাখতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি।পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ‍্যে বিজেপির প্রভাব বাড়াতে উদ‍্যোগী হয়েছে গেরুয়া শিবির।

তারই মধ‍্যে বিজেপি সমর্থনকারী মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা হয়ে গেল শনিবার সন্ধ্যায়। সেই সভা থেকে বিজেপির দ্বারা মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন তুলে ধরা হয়।মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ পশ্চিমবঙ্গ শাখার উদ‍্যোগে মালদহের চাঁচল বিধানসভা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।সভার মূল বক্তব্য ছিল মুসলিম মহিলাদের অগ্রাধিকার পাইয়ে দেওয়া অন‍্যতম ভূমিকা থাকবে তাদের। এদিনের সভায় উপস্থিত ছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য কনভেনার আলি আফজাল চাঁদ সঙ্গে ছিলেন জাতীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কনভেনার মহম্মদ আফজল সহ উত্তর মালদা মঞ্চের আইটি সেলের কনভেনার মহম্মদ মসলিম।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভাশেষে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের আলি আফজাল চাঁদ।তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য কোন উন্নয়ন করেনি রাজ্য সরকার শুধুমাত্র লোক দেখানো কাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার ফলস্বরূপ আজ মুসলিম সমাজের মানুষজন পিছিয়ে রয়েছে।মুসলিম সমাজের মানুষদের শিক্ষা নেই চাকরি নেই কর্ম নেই। তাই সকল মুসলিম সমাজের মানুষকে জাতীয়তাবাদী হওয়ার জন্য সকলের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছাবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ।তিনি আরো বলেন , বর্তমানে অন‍্যান‍্য দল সহ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন অনেকেই।মুসলিমরাও যোগ দিচ্ছে বলে দাবি করছেন আলি আফজল চাঁদ।একুশের পরে তৃণমূল দলে পিসি-ভাইপো ছাড়া কেউ থাকবে না বলে কটাক্ষ করেই ফেললেন তিনি।

পাল্টা মন্তব্য করতে ছাড়েননি মালদা জেলা তৃণমূল সংখ‍্যালঘু সেলের জেলা সভাপতি মোশাররফ হোসেন, তিনি বলেন রাজ‍্য সরকারের উন্নয়ন রাস্তায় দাঁড়ালেই দেখা যাবে। বিজেপি একটা সাম্প্রদায়িক দল।ভোটের মূখে গ্রামে গ্রামে লোক পাঠাচ্ছে বিজেপি।আর গ্রামের নিরীহ সংখ‍্যালঘু মহিলাদের ভুল বোঝাচ্ছেন।বাংলার মানুষ মমতার সাথে আছে।তা বিধানসভাতেই হারে হারে টের পাবে বিজেপি।