নিজস্ব প্রতিনিধি :- মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, সবাই এমন করছে যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে আর তাই ভোটের ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ভোট করার কি প্রয়োজন আছে ? এই গাঁজাখুরি গল্প সংবাদ জগৎ পেশ করছে এই ফলাফলে বিরোধীদলের মানসিকতাকে দুর্বল করা হচ্ছে তাই আমি দৃঢ় ভাবে এর প্রতিবাদ করছি। আমি এই ভোটের ফলাফল মিলতে দেব না যেখানে কংগ্রেস এর আগে বেশি সিট পেয়েছিল সেখানে এবার অনেক কম দেখাচ্ছে এই সংস্থাগুলি। এই ব্যাপারে প্রতিবাদ জানানো হচ্ছে।
এর পাশাপাশি তিনি বলেন যে ভ্যাকসিন নিয়ে নরেন্দ্র মোদী রাজনীতি করছে।দেশের মানুষের ভয় কাটাতে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভ্যাকসিন আসার পর সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া উচিত ছিল।