ভালো থাকার মন্ত্র নিয়ে মালদা থানার ‘চেতনা’

নিউজ ডেস্ক :- ভালো থাকার অধিকার এই পৃথিবী তে সবার আছে। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় , শুধু চাই ছোট্ট একটা প্রয়াস আর মানবিক চেতনা বোধ। ঠিক এমন কথা কে মাথায় রেখেই মালদা থানার উদ্যোগে “চেতনা” , অন্ধকার থেকে আলোর পথে নামক এক কর্মসূচির আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া , সাথে মোল স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ আরো অনেকে ।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমে অতিথিদের বরণ করা হয় । অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়।এছাড়াও ড্রাগ এর নেশায় যারা আসক্ত তাদের সঠিক পথে চলার উৎসাহ দিতে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয় । এ বিষয়ে পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানান এটি একটি মানবিক ও সামাজিক প্রচেষ্টা যা কিনা থানার মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রয়াসের নাম হলো ” চেতনা” এবং এর মাধ্যমে বিভিন্ন নেশাসক্ত রুগী , যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে চিহ্নিত করে, তাদের পরিষেবার জন্য খাওয়া-দাওয়া থেকে শুরু করে থাকার যা খরচ তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠানগুলির সহায়তায় এসব করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান। এছাড়াও তিনি বলেন প্রতিবন্ধি দের একটি করে হুইল চেয়ার দেওয়া হয়েছে এবং প্রতিমাসে ভাতা ১০০০ টাকা করে ব্যবস্থা করা হয়েছে।