নিউজ ডেস্ক ঃ- বড়দিনে কৃষকদের জন্য বড় খবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ১৮০০০ কোটি টাকা বরাদ্দ কৃষকদের জন্য ঘোষণা মোদীর । দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন আজ নরেন্দ্র মোদি। ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরের কিস্তির ১৮ হাজার কোটি টাকা পাঠান প্রধানমন্ত্রী। সুইচ টিপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠান মোদি। স্বভাবতই খুশী কৃষকেরা । এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এক হাত নেন তিনি । ভার্চুয়াল কনফারেন্স থেকেই বলেন পশ্চিমবঙ্গের শাসক দলের জন্যই কিষাণ নিধির প্রকল্প থেকে বাংলার কৃষক বঞ্চিত রয়েছেন । তিনি আরও বলেন, ‘আজ কিষাণ নিধির টাকা সরাসরি পৌঁছয় কৃষকের অ্যাকাউন্টে। ১ লক্ষ ১০ হাজার টাকার বেশি এই প্রকল্পে পেয়েছেন চাষি। কোনও দুর্নীতি, কোনও কাটমানি নেই এর পিছনে।’এরপরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘সব রাজ্য টাকা পায়, শুধু পায় না বাংলা। রাজ্যের কৃষক ভাইয়েরা যোজনার টাকা পাচ্ছেন না।’সম্পূর্ণ রাজনৈতিক কারণে টাকা পাচ্ছেন না বাংলার কৃষকরা। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কথা দেশের সামনে বলতে আমার কষ্ট হচ্ছে। ‘ এই রাজনৈতিক বিচারধারার জন্যই বাংলার এমন অবস্থা।’
আজকের এই সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে মোদির বার্তা, ‘কৃষকদের উল্টোপাল্টা বোঝাবেন না। এই সব দল ও আগের সরকারের জন্য কৃষিতে উন্নতি হয়নি। গরিব কৃষক এদের জন্য আরও গরিব হয়েছে।’ স্পষ্টই , আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বঙ্গের কৃষকদের কথা বলছেন মোদী এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের ।