বাদশা সেখ,পূর্বস্থলী :- মন্তেশ্বর ব্লকের ১৫এ মন্ডলের মামুদপুর মোড়ে পথসভা ও সরকারের সুস্বাস্থ্য পরিষেবাকে মান্যতা দিয়ে বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চার তরফ থেকে এবং ডঃ কে ডি ভট্টাচার্য্য এর স্বাস্হ্য সহায়ক মেডিকেল টিম এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির কেন্দ্র অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি বশির আলম, বর্ধমান জেলার সভাপতি ডালিম মোল্লা, বর্ধমান জেলার সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি বাপি সেখ, সাধারণ সম্পাদক সমিরুল। এখানে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয় আগত রুগীদের মধ্যে।