ভাতা নয়, স্থায়ী চাকরির দাবিতে কোলকাতা অভিযান করবে যুবশ্রী ভাতা পাওয়া যুবকেরা

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ভাতা নয়,স্থায়ী চাকরি চাই। কাজের বিনিময়ে পারিশ্রমিক চাই। এই দাবিতে আগামী ৭ই জানুয়ারী কোলকাতায় বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি নিয়েছে যুবশ্রী ভাতা প্রাপ্ত কর্মপ্রার্থীরা। ওয়েষ্ট বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

যুবশ্রী ভাতা প্রাপ্ত কর্মপ্রার্থীদের অভিযোগ রাজ্য সরকার ২০১৩ সালে এম্প্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি করলেও সেই ব্যাংকের নাম নথিভুক্ত করা লক্ষাধিক চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা আজও কর্মহীন। তাই যুবশ্রী ভাতা নয় চাকরির দাবিতে আগামী ৭ই জানুয়ারি কলকাতা অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেইতার প্রচার শুরু হয়েছে মেদিনীপুর শহরে।ওই সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহরজুড়ে পোস্টার দেওয়া শুরু করেছেন সংগঠনের সদস্যরা। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী ৭ই জানুয়ারি সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যুবশ্রী ভাতা প্রাপ্ত যুবক-যুবতীরা কলকাতা অভিযানে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার থেকে কলকাতা অভিযানের প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু করা হয়েছে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।