শেখ মিলন, ভাতার :- আবারো মানবিক ভূমিকাই ভাতার থানার পুলিশ। পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রাম ফরেস্ট পিকনিক স্পট নামে পরিচিত । নতুন বছরের প্রথম দিকে দূরদূরান্ত থেকে মানুষজন এই জায়গায় পিকনিকের উদ্দেশ্যে জড়ো হয়।
আজ পূর্ব বর্ধমানের ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ব্যানার্জি উদ্যোগে এলাকার স্থানীয় অসহায় অসহায় শিশুদের একত্রিত করে পিকনিকের আয়োজন করে ওই পিকনিক স্পটে। সেখানে মাংস ভাত রান্না করা হয়, সকল শিশুদের জন্য আজ সেই আয়োজন। তারাও আজ মনভরে আনন্দ করে সারা দিন , সেই সঙ্গে খাওয়া দাওয়া পেয়ে খুব খুশি এই সব শিশুরা । পিকনিক করতে আসা অন্য মানুষজন ভাতার থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।