বেলিয়াতোড়ে বনধ সফল করতে রাস্তায় সিপিআইএম কর্মীরা

নরেশ ভকত, বাঁকুড়াঃ বৃহস্পতিবার দশটি বাম যুব সংগঠনের কর্মীরা নবান্ন অভিযানে গেলে পুলিশ বাম সগঠনের কর্মীদের ব্যাপক মারধর করে এই অভিযোগ তুলে শুক্রবার গোটা রাজ্য জুড়ে তারা বনধের ডাক দিয়েছেন । গোটা বাঁকুড়া জেলার পাশাপাশি বেলিয়াতোড়ে বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নেমে পথ অবরোধ ও মিছিল করছে সিপিএমের কর্মী সমর্থকরা । বড়জোড়া বিধানসভার সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তীর নেতৃত্বে বেলিয়াতোড়ে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে । ফলে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় । রাস্তার দুধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার গাড়ি সমস্যায় পড়তে হয় আমজনতাকে । রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনেও বিক্ষোভে সামিল হোন সিপিআইএম কর্মীসমর্থকরা । বড়জোড়া বিধানসভার সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী জানান বনধ সফল হয়েছে পাবলিক বাস বন্ধ থাকলেও স্টেট বাস চালানোর চেষ্টা করছে সরকার কিন্তু সেখানেও অবরোধ করা হচ্ছে ।