বেলদা স্টেশনে দিনভর বিক্ষোভ অবস্থান কর্মসূচি

শান্তনু রায়, পশ্চিম মেদিনীপুর:- রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়ে লাভ হয়নি, তাই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে সামিল হল রেলযাত্রী ও নাগরিক কল্যান সমিতি। বৃহস্পতিবার বেলদা থেকে অবিলম্বে বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু ,উত্তর ও দক্ষিণ ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে বেলদা স্টেশনে গণঅবস্থানে সামিল হয় বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি।

এদিন সংগঠনের পক্ষ থেকে মিছিল করা হয়। মিছিল বেলদা কেশিয়াড়ী মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর পরিক্রমা করে রেল স্টেশনে এসে শেষ হয় । বেলদা স্টেশন ম্যানেজারের কাছে ফের ট্রেন চালুর দাবী জানিয়ে আলোচনায় বসেন সমিতির সদস্যরা। জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া, কেশিয়াড়ী মোড়ে ওভারব্রিজ স্থাপন, বেলদাকে মহাকুমা গঠন সহ একাধিক দাবী সহ বেলদার সার্বিক উন্নয়নের দাবিতে রেল স্টেশন দুপুর পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচী।

এদিনের গণ অবস্থানে অবিলম্বে বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু, ওভারব্রিজ স্থাপনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন রামলাল রাঠি, তুষার জানা, সুশান্ত পানিগ্রাহী, প্রদীপ দাস, বিদ্যাভূষণ দে সহ আরো অনেকে।