শান্তনু রায়, কেশিয়াড়ী:- বেলদা গ্রামীণ হাসপাতালে এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল প্রথম প্রতিষেধক নিয়ে শুরু করেন করোনা টিকা কর্মসূচির। শনিবার বিকেল চারটা পর্যন্ত ৬৩জন স্বাস্থ্য কর্মী করোনার প্রতিষেধকের প্রথম ডোজ নিয়েছেন। শুরু থেকেই স্বাস্থ্য কর্মীদের ভিড় ও উৎসাহ দুটোই লক্ষ্য করা যায়।বেলদা হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা জানান, প্রথমে তো “ভয় ছিল।তবে ভ্যাকসিন নেওয়ার পর কোনও প্রতিক্রিয়া হয়নি। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি।এর ফলে অনেকটাই ভয় কেটে গেছে।”
এদিন দুপুরে রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন নারায়ণগড় বিধায়ক প্রদ্যোত ঘোষ। এদিন সব কিছু ঠিকঠাক হয়েছে বলেই দাবি ব্লক স্বাস্থ্য দফতরের।তবে আবার অনেকেই ভয়ে আসেননি বলেই জানাও গেছে। তবে এদিন অবশ্য সন্ধ্যা ছটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার জন্য পরিষেবা চালু রেখেছিল হাসপাতাল। নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল বলেন,” প্রথম দিন অভিজ্ঞতা ভালোই হল। কারোর কোনও সমস্যা হয়নি। ধাপে ধাপে সকলেই এই প্রতিষেধক পাবেন। অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারন নেই।”