বেলদায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরির প্রস্তুতি তুঙ্গে

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- সামনেই রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের প্রাক্কালে উন্নয়নের খামতি রাখতে চাইছে না তৃনমূল। তাই উন্নয়নকে হাতিয়ার করে বাংলার মসনদে মমতাকে তৃতীয় বারের জন্য মূখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় সবুজ সমর্থকরা। তাই ভোটের দিনক্ষন ঘোষনার প্রাক মুহুর্তে জোর সামাজিক উন্নয়নে তৃনমূল।

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে ফের সেন্ট্রাল বাসস্ট্যান্ড তৈরিতে জোর শাসক দলের। বেলদার দাঁতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পি ডব্লিউ ডি অফিস ভেঙে সেখানে গড়ে উঠবে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রসঙ্গত বেলদাতে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ৬ ই অক্টোবর মেদিনীপুরের প্রশাসনিক সভায় উদ্বেগ প্রকাশ করে, তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর। বহু প্রতিক্ষিত ছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। অবশেষে ভোটের আগে সেই কাজ শুরু হল শুক্রবার। এদিন বেলদার পি ডব্লিউ ডি বাংলো সহ পার্শবর্তী জায়গা ঘুরে দেখেন সরকারী আধিকারিকরা।