বেপরোয়া লরি ভেঙে গুঁড়িয়ে দিল দোকান

বেপরোয়া লরি লেদের দোকানের একাংশ ভেঙে গুঁড়িয়ে দিল ।

নরেশ ভকত, বাঁকুড়াঃ ফের দূর্ঘটনার ঘটলো বাঁকুড়ার সোনামুখীতে। সোমবার সকালে ঐ থানা এলাকার ধানসিমলা- জোড়াপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুরুলিয়াগামী একটি ডাল বোঝাই লরি রাস্তার পাশে লেদের দোকানে ধাক্কা মারে। এই ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও ঐ দোকানটির সামনের চালা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামরিক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে সোনামুখী থানার পুলিশ। লরিটিকে আটক করে সোনামুখী থানায় নিয়ে আসা হয় ।পুরো ঘটনার তদন্ত শুরু শুরু করেছে সে সোনামুখী থানার পুলিশ ।