বেতাই শিবমন্দিরে বাস একসিডেন্টে জখম ১১ জন

বাস দুর্ঘটনায় জখম হলেন শিশুসহ 11 জন, শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তাই শিব মন্দির এর কাছে এদিন করিমপুর থেকে শান্তিপুর গ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বড় গাছে ধাক্কা মারে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শান্তিপুর গ্রামে প্রায় 40 জন যাত্রী ছিলেন প্রত্যেকেই কম-বেশি আহত হলেও গুরুতর জখম হয় 11 জন যখন একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরে তাদের তেহটটো মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাত্রীদের একাংশ জানান বাজারে ঢোকার আগে চালক বাসের গতি বাড়িয়ে দেয় আর কিছু সময় পরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে দ্রুতগতিতে বাস চালানোর ফলে এই দুর্ঘটনা বলেই দাবি তাদের,, যদিও দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক মানবেন্দ্র অধিকারী বলেন রাস্তার খানাখন্দ কাটিয়ে আসতে গিয়ে গাড়ির সামনের দিকে পা ভেঙে যায় তাতে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাস্তার পাশে থাকা বড় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে নীলিমা সাধক ও অসদ সাধুকা নামের এক দম্পতি ওই বাসে কৃষ্ণনগর ফিরছিলেন তারা জানিয়েছেন হাতে ও মাথায় চোট পেয়েছেন তারা পুলিশ জানিয়েছেন ওই রাজ্য সড়কের বাসের গতি নিয়ন্ত্রণ রাখতে নজরদারি বাড়ানো হবে