বৃহন্নলাদের অন্যায় আবদার মাত্রা ছাড়াচ্ছে ক্রমশ, রেল কর্তৃপক্ষ উদাসীন, দুর্ভোগ বাড়ছে যাত্রীদের

বৃহন্নলাদের একটি অংশ টাকা তোলার জেরে জেরবার সাধারণ মানুষ! রানাঘাট কৃষ্ণনগর রুটে প্রতিদিনই ট্রেনের মধ্যে দেখা যায় একশ্রেণীর বৃহন্নলারা প্রায়শই ইচ্ছার বিরুদ্ধে এক প্রকার জোর করেই টাকা তুলছেন বলে দাবি করেন বেশ কিছু যাত্রী । টাকা না দিলে ট্রেন যাত্রীদের কপালে জুটছে ভৎসনা। এব্যাপারে রেল কর্তৃপক্ষ বেশ উদাসীন। তবে তারাও জিআরপির কাছে কোন লিখিত অভিযোগ করেনি। কিছু কিছু মানুষ বিড়ম্বনা এড়াতে মেনে নিচ্ছে বৃহন্নলাদের আবদার। এ বিষয়ে অবশ্য বৃহন্নলাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করোনার পর থেকে, তাদের বাসস্থান অনুযায়ী খাদ্য সংগ্রহ বেরোতে হয় তাদের, তাই দীর্ঘদিন কর্মহীন থাকার পর সংখ্যাধিক্যের কারণেই হয়তো বেড়েছে চাহিদাও।