নির্বাচনের আগে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার আর এই পোস্টারকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে চাপানউতোর । মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর পৌর শহরের মিশন স্কুল সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে । বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়েছে । যেখানে লেখা রয়েছে ” আমরা বিষ্ণুপুরে তৃণমূলের কোন বহিরাগতকে চাইনা আমরা বিষ্ণুপুরের ভূমিপুত্র কেই চাই ” আর এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তৃণমূল কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা আরো একবার প্রমান করলো মঙ্গলবারের এই পোস্টার । তবে তৃণমূল কর্মীরা এই পোস্টার লাগালো নাকি এর পেছনে রয়েছে অন্য কোন ষড়যন্ত্র তাই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ধোঁয়াশা ।
এ বিষয়ে বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , তামি ঘরের মেয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিষ্ণুপুরের সকলে আমাকে চেনে ও জানে । যারা আমাকে ভয় পাচ্ছে তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান । তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেই তিনি মনে করেন । তবে যে রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বিজেপির টিকিট পায় তারাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করেন ।
বিষ্ণুপুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে খোঁচা মারতে ছাড়েনি বিজেপি । বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তন্ময় ঘোষ বলেন , এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ।