মুর্শিদাবাদ , ১৯ ডিসেম্বর : বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়িতে সকাল-সকাল পুজো দিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কডিনেটর অরিত মজুমদার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মানুষের সামনে তুলে ধরলেন দশ বছর রাজ্য সরকারের উন্নয়নের কাজ। তার সঙ্গে তিনি দুস্থ ও অসহায় মানুষদের কম্বল বিতরণ করলেন। পরিবেশ ভারসাম্য রক্ষায় চারা গাছ রোপন করেন তিনি। বঙ্গ ধ্বনি যাত্রা করে তিনি আগামী বিধানসভা ভোটের আগে রাজ্য তৃণমূল সরকার মানুষের সামনে উন্নয়নের কথা তুলে ধরেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় মুখ্যমন্ত্রীর করার বার্তা তুলে ধরেন। বিষ্ণুপুর কালীবাড়ি রোড থেকে মধুপুর বাজার এলাকায় এই বঙ্গ ধ্বনি মিছিযে বহু তৃণমূল কর্মী সমর্থকরা পা মেলালেন।