বিষ্ণুপুরে চায় পে চর্চায় যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা ।

নরেশ ভকত, বাঁকুড়াঃ সকাল-সকাল বিষ্ণুপুরে চায় পে চর্চায় যোগ দিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মন্ডা । প্রথমে তিনি মন্দির নগরী বিষ্ণুপুরের একটি মন্দিরে পুজো দেন এরপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন । শোনেন তাঁদের অভাব-অভিযোগের কথা । দলীয় কর্মী সমর্থকদের মধ্যে অর্জুন মন্ডাকে হাতের কাছে পেয়ে দারুন খুশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন মুন্ডা বলেন , সাধারণ মানুষের ভালো সাড়া পেয়েছি । এছাড়াও তিনি বলেন আগামী বিধানসভায় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে ।