অরবিন্দ মন্ডল,রামপুরহাট :- অনুব্রত মণ্ডল বলেছিলেন বিশ্বভারতীতে রাজনীতি করবেন না। কিন্তু আজকের সভা দেখে তা কেউ বলবে না । আজ সভাতে বিশ্বভারতী প্রসঙ্গে তিনি বলেন , রাস্তাটা রাজ্য সরকারের পি ডাব্লু রোডসের, বিশ্বভারতীকে রাজ্য সরকার রাস্তাটা দিয়েছিল মানুষের জন্য। কোনো কাজ করেনি উল্টে রাস্তাটা বন্ধ করে দিয়েছিল বিশ্বভারতী। বিশ্বভারতীর জমির পরিমাণ মাত্র ৩৭ একর, বাকি জমি ফেরত চাইছে সবাই খবর নিন। ‘রাস্তা রাজ্য সরকারের তাই আমি কি করবো সেটা আমার ব্যাপার’। “উপাচার্য একটি পাগল বিশ্বভারতীর ভিসি একটা পাগল ওকে ব্রেন হসপিটালে নিয়ে যাওয়া উচিত নিঃসন্দেহে ও বিজেপির বড় লিডার” নলহাটি এক নম্বর ব্লকে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অনুব্রত মণ্ডল।