বিরল প্রজাতির হিমালায়ান ভালচার উদ্ধার

সেখ মিলন,পূর্ব বর্ধমান :- বর্ধমান থেকে উদ্ধার হল এক বিরল প্রজাতির হিমালায়ান ভালচার বা ভারতীয় শকুনি।স্থানীয়রা পশুপ্রেমী সংস্থাকে খবর দেয়।সংস্থার উদ্যোগে সেটিকে উদ্ধার করে বনদপ্তর এর কাছে হস্তান্তর করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে বর্ধমান সদরঘাট ব্রিজ এর নিচের এলাকায় স্থানীয় দুই যুবক খেলতে গিয়ে এই বিশালাকৃতির হিমাল অ্যাডভেঞ্চার বা শকুনিটিকে দেখতে পায় । তারপর পশুপ্রেমী সংস্থা এনিমেল ওয়েলফেয়ার সোসাইটিতে খবর দেন । সংস্থার পক্ষ থেকে পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে।এদিন সংস্থার সদস্য অর্ণব দাস জানিয়েছেন এটি একটি বিরল প্রজাতির ভারতীয় শকুনি। সম্ভবত পথ ভুল করে চলে আসা বা শারীরিক অসুস্থতার কারণে এই এলাকায় পড়েছিল। আমরা এটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করিয়েছি।দেহের কোথাও ক্ষত চিহ্ন পাওয়া যায়নি, ঠিক কি কারণে এটি পড়েছিল তা বোঝা সম্ভব নয়। আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে, সে এখন খাবার খাচ্ছে । আমরা পাখিটিকে বনদপ্তরের হাতে তুলে দেবো।