নিউস ডেস্ক, মুর্শিদাবাদ, ১৭ ডিসেম্বর : বহরমপুর পৌরসভা অধীর চৌধুরীর নির্দেশে টাউন কংগ্রেসের তরফ থেকে সতেরো দফা দাবি নিয়ে প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন। আজ বহরমপুর পৌরসভার সামনে কংগ্রেস কর্মী সমর্থকরা পথসভা করে, সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, মাহফুজ আলম ডালিম ও কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে পৌরসভা টালমাটাল ভাবে চলছে, শহরের বিভিন্ন এলাকায় নর্দমায় জল জমতে দেখা যায়, নোংরা পড়ে আছে, কিছু অবৈধভাবে বড় বড় আবাসন নির্মাণ হচ্ছে। ঠিকমতো পরিসেবা পাচ্ছে না বহরমপুর পৌর এলাকার বাসিন্দারা, এই বিভিন্ন বিষয়গুলি নিয়ে আজ কংগ্রেস কর্মীবৃন্দ পৌর প্রশাসক এর কাছে ডেপুটেশন জমা দিলেন।