নিউস ডেস্ক, মালদা :- প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা দুর্ঘটনা ব্যস্ততার মাঝেও এক ভিন্ন চিত্র তুলে ধরল মালদার প্রেসক্লাব অফ মালদা । করোনা আবহে প্রতিনিয়তই প্রয়োজনীয় হয়ে উঠছে অক্সিজেন । আর এই চিন্তা ভাবনা থেকেই বিনা পয়সায় অক্সিজেন পরিষেবা শুরু করলো প্রেসক্লাব অফ মালদা । সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া ।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ভবনে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, সরকারি প্রশাসক দুলাল সরকার, প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ একাধিক জনপ্রতিনিধি । প্রেসক্লাব অব মালদার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভুওসি প্রশংসা করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ।
এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন করতে এসে মালদার পুলিশ সুপার জানান এই ধরনের উদ্যোগ সচরাচর দেখা যায় না । এত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষদের জন্য কিছু করার প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি । তিনি বলেন আগামী দিনে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন প্রয়োজন হলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি ।