বিডিওর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথের বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে ফেটে পড়লেন, বিভিন্ন স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যারা। যার মধ্যে অনেকেই বিভিন্ন পঞ্চায়েত সদস্য, এবং উপপ্রধানও রয়েছেন। তাদের দাবি সরকারি কর্ম তীর্থ প্রকল্পে দোকান ঘর বন্টনে তালিকায় একাধিক পুরুষের নাম, যার মধ্যে কেউ কেউ বড় ব্যবসায়ী, কেউবা বিডিও অফিসের সরকারি কর্মচারী, আবার এমন কিছু নাম পাওয়া গেছে যারা এর আগেও একবার ঘর পেয়েছেন।

আজ সকালে বিজ্ঞপ্তি তালিকা নোটিশ বোর্ড লাগাতেই ঘটনা জানাজানি হয়। বেলা দুটো নাগাদ শান্তিপুর ব্লকের বেশ কয়েকটি ক্লাস্টার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ এর সাথে কথা বলতে আসে কিন্তু তাদের কোনো কথা না শুনেই বিডিও সুমন দেবনাথ ওই মহিলাদের অফিস থেকে বের করে দেয় বলে অভিযোগ। এর পরেই ক্ষুব্ধ হয়ে ওই ক্লাস্টার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সমষ্টি উন্নয়ন অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি ভিডিও সুমন দেবনাথ অতিসত্বর যেন ওই পুরুষ সদস্যদের ক্লাস্টার স্বনির্ভর গোষ্ঠীর থেকে নাম বাদ দেয়। না হলে তারা এরপর আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে।