শেখ মিলন, ভাতার :- পূর্ব বর্ধমান জেলার ভাতার পঞ্চায়েত সমিতি অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কর্মী বিডিওর বিরুদ্ধে অভিযোগ তুলে ইস্তফাপত্র জমা দেয়। এর পর ভাতার পঞ্চায়েত সমিতির কর্মচারীরা বিডিওর অপসারণ চেয়ে আন্দোলনে নামে। সোমবার ভাতার বিডিও অফিসের কর্মীরা মিলে বুকে কালো ব্যাজ লাগিয়ে বিডিওর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তারা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে বিডিওর বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন।
শুক্রবার ভাতার পঞ্চায়েত সমিতির ডাটা এন্ট্রি অপারেটর সন্দীপ ব্যানার্জি ভাতারের বিডিওর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ইস্তফাপত্র জমা দেন। ওই ইস্তফাপত্র গ্রহন করার সুপারিশ করে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠান ভাতারের বিডিও তপন সরকার। এদিন ভাতার বিডিও অফিসের সামনে অফিসকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান।বিডিওর অপসারণের দাবি এবং সন্দীপ ব্যানার্জিকে কাজে ফেরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন।