মহম্মদ নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর: জৈব পদ্ধতিতে কৃষিকাজ,বিষাক্ত পার্থেনিয়াম নিধন, রান্না ঘরে বিজ্ঞান ও আমের ফলন বৃদ্ধি প্রভৃতি বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত চত্বরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার পক্ষ থেকে এক শিবির অনুষ্ঠিত হয়। তুলসিহাটা এলাকার কৃষক থেকে শুরু করে জনসাধারণ এই শিবিরে অংশগ্রহণ করে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ দাস, জেলা কমিটির সহ সম্পাদক মহম্মদ আতাবুদ্দিন ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও পার্থেনিয়াম বিশেষজ্ঞ কমল কৃষ্ণ দাস সহ তুলসীহাটা বিজ্ঞান মঞ্চের কর্মী ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান।
বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান করোনা ও লকডাউনের কারনে দীর্ঘ আট মাস ধরে এলাকার বিজ্ঞান মঞ্চের কর্মী ও সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল,তাই তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বিজ্ঞান মঞ্চের শিবিরও করা হয়।
এছাড়াও তাঁরা আরো জানান এলাকার চাষিরা কৃষি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিতে চাইলে সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের কাছ থেকে নিতে পারে। অপরদিকে মহিলারা রান্না ঘরে বিজ্ঞান,সুলভে ফিনাইল তৈরি প্রশিক্ষণ ও বাড়িতে বসে হরলিক্স তৈরি প্রশিক্ষণ শিখে স্বনির্ভর হয়ে উঠতে পারে।