বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক কোকেন-সহ গ্রেফতার

নিউস ডেস্ক , কলকাতা :- গতকাল গ্রেফতার হন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক ও হুগলি জেলার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তাঁকে কোকেন-সহ গ্রেফতার করছে পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে। শুক্রবার বিকেলে পামেলাকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ১০ লক্ষ টাকার মাদক-সহ গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে পামেলা গোস্বামী ও প্রবীর দে একসঙ্গে নিউ আলিপুরের এন আর অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম কোকেন। পুলিশের দাবি, ওই মাদকের বাজারদর প্রায় ১০ লক্ষ টাকা। পরে সোমনাথ চট্টোপাধ্যায় নামে অন্য এক জনকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কেন এবং কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও বড় চক্রের সঙ্গে পামেলারা জড়িত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।