বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কনভয় র ওপর হামলার তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে তবে এই হামলা কে সমর্থন করা যায়না বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠকে তিনি জানান বিজেপি এবং তৃণমূল বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে কেউ বলছে জয় শ্রীরাম আবার কেউ ওই কথাকে দিয়েই রাজনীতি চালাচ্ছে আজকে যেখানে রাজ্যে বিজেপির২ আসন ছিল বেড়ে আঠারোটা হয়েছে 356 ধারা প্রসঙ্গে তিনি বলেন কোন পরিস্থিতিতে এই ধারা করা হবে এটি বিতর্কিত বিষয়। বাংলার মুখ্যমন্ত্রী বলছে বিজেপি নাটক করছে ভাইপো বলছে বাংলার মানুষের বহিঃপ্রকাশ ঘটেছে এটি একটি পরিকল্পিত হামলা এটি রাজনৈতিক সেটা পরিষ্কার বিজেপি এবং তৃণমূল বাংলার ভোট কাকে ভাগ করে নিতে চাইছে একজন সাম্প্রদায়িকতার তত্ত্ব দিয়ে আর একজন বহিরাগত তত্ত্ব কে সামনে রেখে কখনো কেউ জয় শ্রীরাম বললে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে পড়ছে। বাংলায় সুস্থ-সবল রাজনীতি আজ ধুলোয় মিশে গেছে বক্তব্য জানালেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।