নিউস ডেস্ক, মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার হরিপুর গ্রামে বিজেপির ফ্ল্যাগ আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। বিজেপির বুথ সভাপতি মুলুক মন্ডল ২৮ তারিখে তার বাড়িতে বিজেপির ফ্ল্যাগ লাগানো হয়েছিল। হঠাৎই রাত্রে বেলায় তার বাড়ি থেকে ফ্ল্যাগটি এবং আরেকজন বিজেপির সহ সভাপতি বিমল মন্ডল বিজেপির কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ উঠছে। নাম প্লেট টি তার বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। সমস্ত বিজেপি কর্মীরা একত্রিত হয়ে থানায় অভিযোগ দায়ের করবে