বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়া কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শহর বর্ধমানে

শেখ মিলন, পূর্ব বর্ধমান :- আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা বর্ধমান ১নং ব্লকের কুড়মুন সংলগ্ন এলাকাতে। বিজেপির রাজ্য সভাপতিকে স্বাগত জানাতে বর্ধমান টাউন হল থেকে দেওয়ান দিঘি পর্যন্ত বিজেপির দলীয় পতাকা, ফেস্টুনও ব্যানার লাগিয়েছিলেন বিজেপির কার্যকর্তারা ।

বিজেপির অভিযোগ তাদের লাগানো দলীয় পতাকা ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু জানান , শান্ত বর্ধমানকে অশান্ত করতে বিজেপির লোকেরাই নিজেদের ফেস্টুন ব্যানার পতাকা ছিড়ে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই।