নিউস ডেস্ক :- বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তাঁর বিজেপিতে যাওয়ার। অবশেষে সেই জল্পনার সত্যি করে আজ বিজেপিতে যোগ দিলেন হিরণ চট্টোপাধ্যায়। টলিপাড়ায় আপাতত বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের হিড়িক পড়েছে। প্রথাগত এবং পেশাগত রাজনীতিকদের চেয়ে তারকাদের নিয়েই মাতামাতি বেশি তৃণমূল এবং বিজেপির। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। । বুধবারই বিজেপিতে যোগ দিয়েছেন টলিপাড়ার আরেক অভিনেতা যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার অমিত শাহের কাকদ্বীপের সভাতেই হিরণ যোগ দিলেন বিজেপিতে। গতকালই বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর সঙ্গে গেরুয়া পতাকা হাতে নিলেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস ও পাপিয়া অধিকারী।