বিজেপিতে যোগদানের পর অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যম দিয়ে শান্তিপুরে পদার্পণ অরিন্দম ভট্টাচার্যের

মলয় দে নদীয়া :- সদ্য দল বদল করা বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যকে গতকাল তেহট্টর শহীদ পরিবারের পাশে দেখা গিয়েছিলো রাজ্যপাল জাগদীপ ধনকারের সাথে।সূত্রের খবর , গতকাল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ডাকঘর তামাচিকা পাড়ার বাসভবন ঘুরে দেখেন এরপর শান্তিপুর থানায় বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন আজ বিকেল পাঁচটা নাগাদ, শান্তিপুর বিডিও অফিসে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য পৌঁছান শান্তিপুরের সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা মাদার ইন্ডিয়া ক্লাব কে একটি অ্যাম্বুলেন্স তুলে দেন জনসাধারণের উদেশ্যে।তিনি জানান , এই অ্যাম্বুলেন্স তার বিধায়ক তহবিলের অর্থ থেকেই দেওয়া হয়েছে।