শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- শিক্ষা এবং শিক্ষান্তে যোগ্যতা অনুযায়ী কাজের দাবিতে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে শুক্রবার ১২ ঘন্টার মানবিক বাংলা বনধ এর ডাক দেওয়া হয়। ছাত্র যুবদের নবান্ন অভিযান ছিল ১১ই ফেব্রুয়ারি, ওই শান্তিপূর্ণ গণ অভিযানে অংশগ্রহণকারীদের উপর পুলিশ নির্মম অত্যাচার চালিয়েছে। যার ফলে প্রায় ১০০ জন ছাত্র যুব বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি এবং বেশকিছু জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই নবান্ন অভিযানে ছাত্র যুবদের উপর বর্বরোচিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে শুক্রবার ১২ ঘন্টার মানবিক বাংলা বনধ ডাক দেওয়া হয়েছে। এই মানবিক বন্ধের সমর্থনে মিছিল সি আই এম খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির। সি পি আই এম কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই অবরোধ তুলে দেয়।