বাদরের বাঁদরামি বন্ধ হল বনদপ্তরের খাঁচায়

মলয় দে নদীয়া :- আজ সকাল থেকেই নদীয়ার ফুলিয়ার রাস্তার পাশে বিভিন্ন দোকানে উৎপাত করে শুরু করে একটি বাঁদর! হঠাৎই রাস্তাতে একটি দলছুট বাঁদর কে ঘুরতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে এক যুবক। এই বাঁদর টি কোথা থেকে কিভাবে এলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। অবশেষে ওই যুবক বনদপ্তরে ফোন করে বিষয়টি জানায়। এরপর বনদপ্তর এর তরফ থেকে বনদপ্তর কর্মীরা এসে ওই বাঁদরটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে জানা যায় যে ওই বাঁদরটি কারোর পোষ্য ছিল। যেকোনো কারণেই সে এখানে চলে আসে। বনদপ্তর এর হাতে বাঁদরটিকে তুলে দিতে পেরে খুশি ওই পরিবার ।