আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গতকাল ভোররাতে বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার হাঁসখালি থানার ভায়না শ্মশানের গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাতে কাছ থেকে পুলিশ গাড়ি দেখা মাত্র পালাতে গিয়ে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। ধৃত ওই ব্যক্তির নাম পবন চৌহান (32)তার কাছ থেকে উদ্ধার হয় একটি লোড করা বন্দুক। ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশ গ্রেপ্তার করে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি দিনাজপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।