বাদশা সেখ, পূর্বস্থলী :- রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাশদহবিলের পানা পরিষ্কার করে বিল সংস্কার করা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কর্তৃপক্ষরা। প্রথম দিনে বোটিং এবং রাতে থাকার জন্য ক্যাম্প এর ব্যবস্থা করা হয়েছে বাঁশদহবিলে। দ্বিতীয় দিনে খাল-বিল উৎসবের আয়োজন করা হয়েছে। মৎস্যজীবীদের আয়ের কথা মাথায় রেখে মণিপুরী পেংবা প্রজাতির ইলিশের চারা ছাড়ল মৎস্য দপ্তর। এদিন মন্ত্রী স্বপন দেবনাথের হাত দিয়ে ৮০০ পিস মণিপুরি ইলিশের চারা ছাড়া হয় এই বিলে. এবং মহিলা গোষ্ঠীকে হাঁস পালনের জন্য হাঁস দেওয়া হয়। মন্ত্রী স্বপনবাবু তিনি জানান মৎস্যজীবীদের আয়ের সন্ধান দিতেই এই উদ্যোগ।