বাঁকুড়াঃ খোদ বাঁকুড়া শহরের বুকে খুনের অভিযোগ! বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী লাগোয়া এলাকায় একটি নির্মীয়মাণ মন্দিরে খুন করা হয়েছে বাঁকুড়া শহরের সোমনাথ দে নামে এক যুবককে, অভিযোগ পরিবারের। মৃতার দাদার অভিযোগ, শুক্রবার সন্ধ্যা রাতে সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরহয়, তারপর অনেক রাত্রি পর্যন্ত বাড়ি না ফেরায় চারিদিকে খোঁজাখুঁজি করে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে এলাকার বাসিন্দারা সতীঘাট নদী সংলগ্ন এলাকায় দেখেন মন্দিরের পাশেই পড়ে রয়েছে একটি মৃতদেহ। পরে মৃত যুবকের ভাই এসে মৃত দেহ শনাক্ত করেন। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন বাঁকুড়া সদর থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর। পরে খোঁজাখুঁজির করার পর নবনির্মিত মন্দিরের উপর রক্তের ছাপ পাওয়া যায় বলে জানাগেছে। এলাকায় ব্যপক চাঞ্চল্য। কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের দাদা। এলাকার মানুষের অভিযোগ, ওই এলাকায় প্রতিদিনই চলে গাঁজার ঠেক দুষ্কৃতীরা আড্ডা দেয়, পুলিশকে বারবার জানিয়েও কোন লাভ হয়নি