বাঁকুড়া জেলায় কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হল।

নরেশ ভকত, বাঁকুড়া : অবশেষে বহু প্রতিক্ষার অবসান। বাঁকুড়া জেলা জুড়ে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হল আজ। বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই স্বাস্থ্য জেলার জন্য প্রায় ২৫ হাজার কোভিড ভ্যাকসিন জেলায় পৌঁছেচে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এই বিশাল সংখ্যাক ভ্যাক্সিন রক্ষনাগারে থেকে কোল্ড চেইনের মাধ্যমে ভ্যাক্সিন প্রদান কেন্দ্র গুলিতে পাঠান।

বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ১৮ হাজারের কিছু বেশী স্বাস্থ্য কর্মী ইতিমধ্যেই পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় এই সংখ্যাটা প্রায় ছয় হাজারের কিছু বেশী। এদের টিকা করনের আজ বাঁকুড়ায় ১০ টি এবং বিষ্ণুপুরে ৫ টি মিলিয়ে ১৫ টি কেন্দ্র টীকা প্রদান চলছে।পরে কেন্দ্রের সংখ্যা আরো বাড়বে,এবং তা বেড়ে বাঁকুড়া ও বিষ্ণুপুর মিলিয়ে ৯৪ টি কেন্দ্রর দাঁড়াবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এদিকে, বহু প্রতিক্ষিত কোভিড ভ্যাক্সিন নেওয়ার সুযোগ মেলায় খুশী জেলার স্বাস্থ্য কর্মীরা।