নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়ায় ভয়ংকর পথ দূর্ঘটনায় মৃত চার,আহত পাঁচ। ছাতনা থানার ভববানপুর এলাকায় ৬০ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। মারুতি ভ্যান ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাটি ঘটেছে। মৃতরা প্রত্যেকেই বাঁকুড়া সদর থানা এলাকার বেলিয়া গ্রামে বাসিন্দা। তারা পুরুলিয়া থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের খবর, একটি মারুতি ভ্যানে চেপে পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকে আসছিলেন বেলিয়া গ্রামের শিশু ও মহিলা মিলে মোট ন’জন। সেই সময় ছাতনা থানা এলাকার ভগবানপুরের কাছে ৬০ নং জাতীয় সড়কের উপর উল্টো দিক থেকে আসা একটি ট্রলারের সাথে ঐ মারুতি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে মারুতি ভ্যানটি রাস্তার পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত পাঁচ জন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ছাতনা থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ‘ঘাতক’ ট্রলারটিকে পুলিশ আটক করতে পারলেও চালক-খালাসি পলাতক।