বাঁকুড়ার খাতড়ায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জানান আগামী ২০২১ শে ‘বদল ও বদলা’ হবে

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়ার খাতড়ায় পথসভায় যোগ দিয়ে ফের আগামী ২০২১ শে ‘বদল ও বদলা’ হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন খাতড়ায় এক মহামিছিল ও পথসভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন খাতড়ার বিজেপি নেতা শ্যামল সরকার ও রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিজেপি নেতৃত্ব। এদিন সেই মিছিল থেকেই আগামী বিধানসভা নির্বাচনে বদল ও বদলার ডাক দেন রাজু বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা জয়ন্ত মিত্র, কিন্তু এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্র। এরপর গতকাল অর্থাৎ রবিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি তে যোগদান করার কথাও স্বীকার করেন তিনি। তবে আজ সোমবার মিছিল থেকে জয়ন্ত মিত্রকে বিজেপিতে নেওয়া যাবে না বলেও শ্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা।