নরেশ ভকত, বাঁকুড়াঃ কিছুদিন আগেই সমস্ত রাজনৈতিক দলগুলি ট্রেন চালুর দাবিতে বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। এবার ট্রেন চালুর দাবিতে পথে নামলেন খরগপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এদিন বাঁকুড়ার ওন্দায় প্রায় কয়েকশ খরগপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সদস্যরা সেখানে অবস্থান-বিক্ষোভ করেন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত। এই অবস্থান বিক্ষোভে অংশ নেন সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে তৃণমূল ও সিপিএমের বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীদের।
খরগপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ওন্দা দু’ নম্বর ইউনিট এর সম্পাদক দেবু গোস্বামীর অভিযোগ কলকাতাতে সমস্ত ট্রেন চালু হলেও বাঁকুড়া পুরুলিয়া জেলায় সমস্ত ট্রেন চালু হয়নি। মাত্র চারটি ট্রেন দেওয়া হলেও একটি ট্রেন ওন্দা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াচ্ছে না এবং সমস্ত ট্রেনের ভাড়া তিনগুণ বৃদ্ধি পেয়েছে। যেগুলি খুব দরকারি ট্রেন যেমন হলদিয়া আসানসোল, রূপসী বাংলা, খড়গপুর হাটিয়া, রাঁচি খড়গপুর ট্রেনগুলি চালু হয়নি, মানুষের সমস্ত দরকারি ট্রেন গুলি বন্ধ করে রেখেছে। অবিলম্বে যদি সমস্ত ট্রেন চালু না করা হয় তাহলে তারা অবরোধে নামবেন।