বড়জোড়া ব্লকের পাবয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে হাতির দাদাগিরি

গত কয়েকদিন ধরেই বড়জোড়া জঙ্গলে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 60 থেকে 65 টি বুনোহাতির একটি দল । হাতির আতঙ্কে সন্ধ্যা হলেই বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়েছে বড়জোড়া জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারন মানুষদের । মঙ্গলবার বড়জোড়া ব্লকের পাবয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে একটি বুনো হাতিকে রীতিমতো দাপিয়ে বেড়াতে দেখা যায় । আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের সাধারণ মানুষরা । বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে জানতে পারা যায় এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জের পাবয়া মৌজায় 63 থেকে 66 টি বুনোহাতি রয়েছে গঙ্গাজলঘাটি রেঞ্জের বড়জুড়ি মৌজায় দুটি বনোহাতি রয়েছে ।