বছরের প্রথম দিন বর্ষবরণ অনুষ্ঠান প্রেস ক্লাবের উদ্যোগে

মালদা, চাঁচল:- বছরের শেষদিনে এবার কার্নিভাল হয়নি। তাই মন ভার ছিল বাসিন্দাদের। সেই খামতি দূর করল নতুন বছরের প্রথম দিন বর্ষবরণ অনুষ্ঠান। শুক্রবার ওই বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠলেন মালদহের চাঁচলের সর্বস্তরের বাসিন্দারা। উত্তর মালদা প্রেস ক্লাবের উদ্যোগে, পূর্বাচল ক্লাবের সহযোগিতায় তরলতলায় সন্ধে থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে কার্নিভাল হত, সেই তরলতলা মোড়ে ওই বর্যবরণ অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল তুমুল। হাজির ছিলেন চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল, চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য়।

২০১৭ সালে চাঁচলে প্রথম বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন তত্কালীন মহকুমাশাসক দেবাশিস চট্টোপাধ্যায়। প্রশাসনের উগ্যোগে প্রথমবার কার্নিভালের আয়োজন করা হলেও পরের দুবছর তা স্থানীয়দের উদ্যোগেই হয়েছিল। কিন্তু এবার করোনাকালে সেই কার্নিভাল হয়নি। কিন্তু বিগত বছরের বিষাদ ভুলে আগামী দিনকে স্বাগত জানাতে একটা অনুষ্ঠান করা হোক বলে সর্বস্তরেই দাবি ওঠে। তারপরেই প্রশাসনের সহযোগিতায় উদ্যোগী হয় উত্তর মালদা প্রেস ক্লাব। কলেজ রোডের তরলতলায় ছিল মূল অনুষ্ঠান মঞ্চ।

দর্শকরা জানান তারা খুব খুশি। কার্নিভাল না হওয়ায় মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এদিনের অনুষ্ঠানের পর সেই আক্ষেপ দূর হয়ে গেল। উত্তর মালদা প্রেস ক্লাবের সম্পাদক বাপি মজুমদার বলেন, এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় নি। কিন্তু বর্ষবরণের অনুষ্ঠান হোক বলে প্রায় সর্বস্তরে দাবি ছিল। তাই বিধি মেনে নতুন বছরকে স্বাগত জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।