বছরের প্রথম দিনে যেন কল্পতরু হয়ে উঠলেন সাংসদ জগন্নাথ সরকার

নিউস ডেস্ক, নদীয়া :- পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব, একথা আমরা অনেকেই জানি। ২০২১ এর প্রথম দিনে সাংসদ জগন্নাথ সরকার কল্পতরু হয়ে উঠলেন রাণাঘাটের ধানতলায় মতুয়া মহাসভার এক অনুষ্ঠানে যোগ দিয়ে।

সুত্রে প্রকাশ, রাণাঘাটের ধানতলায় ১লা জানুয়ারি মতুয়া সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিতে যান সাংসদ জগন্নাথ সরকার। সেখানে গাড়ি থেকে নামার পর থেকে মঞ্চ অবধি অনেকটা রাস্তা সাংসদকে কাঁসর, ঘন্টা, শাঁখ বাজিয়ে পুষ্প বিষ্টির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সাংসদ আপ্লুত হয়ে ওঠেন। তিনি প্রতিশ্রুতি দেন সেখানে একটি গুরুচাঁদ ভবন এবং তাদের সম্প্রদায়ের ছেলে-মেয়েদের লেখা-পড়ার জন্য একটি লাইব্রেরী করতে ৬০ লক্ষ টাকা খরচ করবেন।