বঙ্গ বিহার ওড়িষ্যার রাজধানী কর্ণসুবর্ণ ভগ্নদশা

নিউস ডেস্ক, মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ মহারাজা শশাঙ্কের রাজবাড়ী ইতিহাসের পাতায় বহুল পরিচিত। কিন্তু যথাযথ রক্ষনা বেক্ষনের অভাবে আজ তার ভগ্ন দশা রূপ।

হিন্দু জাগরণ মঞ্চ- কর্ন সুবর্ণ খণ্ড এই বিষয়ে তৎপর। আজ তারই সংরক্ষণের দাবিতে ব্যানার প্রদর্শন করে তাদের পক্ষ থেকে। তারা জানান, আগামী দিনে পদযাত্রা হবে, বড়ো আন্দোলন হবে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে।
সকলের সমর্থন কামনা করছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।