বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় “যশ” সংক্রান্ত ভূয়ো খবর থেকে বিরত থাকুন, সঠিক তথ্য জানুন আবহাওয়া দপ্তর থেকে

সঠিক তথ্য না জেনেই, আকবাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অথবা সেই পোস্ট শেয়ার করে, আমাদের অন্নদাতা কৃষক, এবং নিজের জীবন বাজি রেখে সারারাত গঙ্গাবক্ষে কাটানো মৎস্যজীবীদের কতটা ক্ষতি হতে পারে জানেন! তাই সঠিকভাবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিয়ে তবেই পোস্ট করুন। একদিকে যেমন তারা ক্ষতির মুখে পড়তে পারে ঠিক সেই রকমই পোস্টকারীও আইনি সমস্যায় পড়তে পারেন। সোশ্যাল মিডিয়া বা টিআরপি বাড়ানোর উদ্দেশ্যে সংবাদমাধ্যমের একাংশ এ ধরনের ভুয়া তথ্য প্রকাশ করছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, সাইবার ক্রাইম বিভাগের সাথে কথা বলেছেন তারা। এখন দেখে নেওয়া যাক
ভুয়ো খবর গুলি কি কি :- ১) বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় যা পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পরতে পারে ২৪/২৫ তারিখের মধ্যে। ২) আমফানের থেকেও শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ৩)উড়িষ্যা উপকূলে আছড়ে পরতে পারে এই ঘূর্ণিঝড়। ৪) আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৬ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে আছড়ে পরতে পারে যশ নামক ঘূর্ণিঝড়।

এবার দেখে নেব আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত বেঙ্গল ওয়েদার রিপোর্ট ও তথ্য অনুযায়ী সঠিক তথ্য কি

☑️সঠিক খবর:- ১) বঙ্গোপসাগরে এইমুহূর্তে কোনো ঘূর্ণিঝড় নেই। ২) ২৩শে মে -এর আশেপাশে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ৩) নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী কয়েকদিনে তা বেশ অনেকটাই শক্তিশালী হয়ে সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে, তবে সর্বোচ্চ কতটা শক্তিশালী হতে পারে তা এখনই জানানো সম্ভব নয়। ৪) ঝড়টি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে যেকোনো একটি উপকূলে আছড়ে পরতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে কোথায় তা এখনই জানানো সম্ভব নয়।

আজ বেশকিছু নিউজ মিডিয়া গাছে কাঁঠাল গোঁফে তেল ধরণের খবর সম্প্রচার করতে গিয়ে বিরাট মিথ্যা খবর প্রচার করেছে। শুধুমাত্র TRP বাড়ানোর জন্য সাধারণ মানুষের ভয়ভীতি নিয়ে এই খেলা সংবাদ মাধ্যমের থেকে একদমই কাম্য নয়। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে এইসমস্ত খবর দেখলেই সরাসরি রিপোর্ট করুন। আর সঠিক খবর পেতে যুক্ত থাকুন আমাদের সাথে অথবা সরাসরি সরকারী আবহাওয়া অফিসে (fb.com/KolkataWeatherIMD) যোগাযোগ করুন। আর এই খবরটি যত সম্ভব শেয়ার করুন।