ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার।

নরেশ ভকত, বাঁকুড়াঃ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়া জয়পুর থানার কুচিয়াকোল গ্রামে।মা শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে গতকাল রাত্রিবেলায় মায়ের গহনা চুরি করে চম্পট দেন । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

মন্দির কমিটির সম্পাদক প্রবীর কুমার মল্ল জানান যে আট থেকে দশ ভরি গহনা মায়ের গায়ে ছিল এবং মায়ের গায়ে চাদর জড়ানো ছিল, এছাড়াও প্রণামী বাক্স ভেঙে ছয় থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে চলে গেছে। প্রণামী বাক্সটি পাওয়া গেছে আলু জমির মাঠের মাঝে থেকে।মন্দির কমিটির সদস্যরা জানান যে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন।