মহম্মদ নাজিম আক্তার,মালদা : নির্বাচনের বাকি এখনও মাস খানেক। কিন্তু তার আগেই উত্তপ্ত বাংলার রাজনৈতিক পরিবেশ। চলতি সপ্তাহেই একের পর এক হামলার শিকার হয়েছেন বিজেপির কর্মীরা। অভিযোগের আঙুল শাসকদলের দিকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা ঘিরে গত মাসে ঝড় বয়ে গেছে বঙ্গ রাজনীতিতে। রাজ্যের দিকে নিশানা সাজাতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।
এবার হামলার শিকার হলেন মালদহের চাঁচলের এক ব্যক্তি।প্রধানমন্ত্রীর নামে কটুক্তির প্রতিবাদ করায় ঐ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচল থানায়। মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের।
খবর সূত্র মারফত জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম অমর চন্দ্র দাস। তিনি মালদহের চাঁচল থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে চাঁচল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল আনতে যান তিনি। অভিযোগ সেই সময় কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে কটুক্তি করছিলেন। এরই প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। গুরুতর আঘাত পান চোখে। এই ঘটনার সাথে তৃণমূল জড়িত বলে অভিযোগ তার। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়।
বাংলায় ১৩০ জনের বেশি দলীয় নেতা-কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অধিকাংশ ঘটনাতেই কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের তৃণমূলকে। শাসক দলের মদতেই এই নৃশংসতা বলে দাবি গেরুয়া শিবিরের। মমতা সরকার পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বলে সরব বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্যপাল- সর্বত্র অভিযোগ জানানো হয়েছে।